পুলিশের ওপর হামলা, ৮ মাদক কারবারি গ্রেপ্তার

অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় - সমকাল
হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৩১ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৩১
ময়মনসিংহের হালুয়াঘাটে মাদক কারবারির হাতে শহিদুল ইসলাম নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার রাতে গাজিরভিটা ইউনিয়নের লামুক্তা এলাকায় এ ঘটনা ঘটে।
গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দেশি অস্ত্র, ১৮ বোতল মদ জব্দ এবং আটজনকে গ্রেপ্তার করা হয়।
আটক মাদক কারবারিরা হলেন- গাজিরভিটা ইউনিয়নের দক্ষিণ লামুক্তা গ্রামের মনির হোসেন, কবীর হোসেন, জাকির হোসেন, আমীর হোসেন, ইমান আলী, আরশাদ মিয়া, বালিচান্দা গ্রামের সুমন মিয়া ও বালিচান্দা কচুন্দরা গ্রামের আলম।
জানা গেছে, হালুয়াঘাট থানার উপপুলিশ পরির্দশক মাহাবুবুল আলম, শরিফুল ইসলাম, উমর ফারুক হালুয়াঘাট-ধোবাউড়া সড়কের আকনপাড়া এলাকায় রাস্তার ওপর থেকে মাদক কারবারী সুমন মিয়া ও আলমকে ১৮ বোতল মদ গ্রেপ্তার করেন। তাদের তথ্যমতে, গাজিরভিটা ইউনিয়নের দক্ষিণ লামুক্তা গ্রামের মনির হোসেনের বাড়িতে অভিযান চালান। এ সময় পুলিশের ওপর হামলা চালায় মাদক কারবারীরা। এতে আহত হন পুলিশ সদস্য শহিদুল ইসলাম। পরে মাদক কারবারীরা একটি পিকআপ গাড়িতে করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ। এক পর্যায়ে ভাষা শহীদ স্কুল অ্যান্ড কলেজের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আহত পুলিশ সদস্য শহিদুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হালুয়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম জানান, মামলা হয়েছে। মাদক কারবারীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
- বিষয় :
- ময়মনসিংহ
- মাদক কারবারি