সাঁথিয়ায় আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগে থাকা বাসিন্দাদের পাশে উপজেলা প্রশাসন

সাঁথিয়ার ঘুঘুদহ গ্রামে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর।
জালাল উদ্দিন, সাঁথিয়া (পাবনা)
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ১১:০৩ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ১১:০৩
সমকালে সংবাদ প্রকাশের পর পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ গ্রামের আশ্রয়ণ প্রকল্পের দুর্ভোগে থাকা বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দৈনিক সমকালে ‘বৃষ্টি এলেই ঘরে হাঁটুপানি চরম দুর্ভোগে বাসিন্দারা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে সাঁথিয়া উপজেলা প্রশাসনের।
বুধবার বিকেলে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি উপকারভোগী অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করেন। ঘরগুলো উঁচু করা, সীমানা প্রাচীর দিয়ে বন্যার পানি প্রবেশের পথ বন্ধ করে দেওয়া এবং চলাচলের রাস্তা করে দেওয়ার জন্য সার্ভেয়ার দিয়ে জায়গা ও পানির গভীরতা জরিপ করেছেন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সবরকম সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মনোয়ার হোসেন, গৌরীগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রশিদুল হাসান ও অফিস সহায়ক জামাল উদ্দিন।

আশ্রয়ণের সুবিধাভোগী দুলালী খাতুন বলেন, ইউএনও স্যার এসে আমাদের চাল দিয়েছেন, ঘরে যেন পানি না আসে সে ব্যবস্থা করবেন এবং রাস্তা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। স্যার আমাদের সবাইকে তাঁর অফিসে যেতে বলেছেন সরকারি বিভিন্ন সহায়তার আওতায় আনার জন্য।
বাসিন্দা আব্দুল লতিফ বলেন, ঘরে কোনো খাবার ছিল না। চাল পাওয়ায় অনেক খুশি হয়েছি। ইউএনও স্যার এসে নৌকাতে করে ঘুরে আমাদের ঘরগুলো দেখে গেছেন। আশা করছি, আগামী বর্ষা মৌসুমে আমাদের এই কষ্ট আর থাকবে না।
দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী লতিফা বলে, আমাদের রাস্তা করে দিবে। আমরা সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে স্কুলে যেতে পারব। বর্ষায় পানিতে আমাদের ঘর না ডুবলে সাপ আসবে না। আমার হাত পায়েও আর ঘা হবে না।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ হোসেন বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো সরেজমিনে পরিদর্শন করে জরিপ করা হয়েছে। বসবাসকারীদের যাতে অসুবিধা না হয় সে জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও প্রকৌশল দপ্তরের সাথে সমন্বয় করে বর্ষা মৌসুম শেষে আগামী শুকনো মৌসুমে মাটি ভরাট, ঘরগুলো উঁচু করা, বন্যার পানি প্রবেশের পথ বন্ধের জন্য সীমানা প্রাচীর ও তাদের চলাচলের রাস্তা করে দেওয়া হবে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোকে সবরকমের সহযোগিতা করা হবে।
উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ গ্রামে ১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমি ও ঘর বরাদ্দ পায়। ঘর নির্মাণের পর থেকেই প্রতিবছর বর্ষায় তাদের ঘর পানিতে তলিয়ে যায়। এ বছর বন্যার পানি ঘরে প্রবেশ করায় নানান সমস্যায় ১০টি পরিবার ঘর ছেড়ে অন্যত্র চলে যায়। পাঁচটি পরিবার অন্যত্র যাওয়া উপায় না থাকায় কষ্ট উপেক্ষা করে রয়েছেন।
- বিষয় :
- আশ্রয়ণ প্রকল্প
- পাবনা