ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

যমুনা নদী থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যমুনা নদী থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:১০ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:১০

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার মথুরাপাড়া চরে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেজ চক্রবর্তী জানিয়েছেন, যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। মরদেহের শরীরে লাল-সাদা চেক শার্ট ও প্যান্ট পড়া ছিল। এছাড়াও মরদেহের শরীরসহ মুখমণ্ডল পঁচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিলো। ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১২ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে।

ওসি রাশেজ চক্রবর্তী বলেন, স্থানীয়রা বুধবার সন্ধ্যার দিকে মরদেহটি নদীর তীরে ভাসতে দেখে খবর দেয়। পরে উদ্ধার করে যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিচয় শনাক্ত করতে যুবকের ডিএনএ ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও মরদেহ পঁচে যাওয়ায় দাফনের জন্য বৃহস্পতিবার আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর যুবকের মৃত্যুর কারণ নিশ্চত হওয়া যাবে বলে জানান ওসি।

আরও পড়ুন

×