ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘জান্নাতের প্রলোভন দেখিয়ে’ মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ

‘জান্নাতের প্রলোভন দেখিয়ে’ মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৩৯ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৩৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘জান্নাতের প্রলোভন দেখিয়ে’ মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই শিক্ষার্থীর মায়ের করা মামলায় শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিক্ষকের দাবি, তিনি শয়তানের প্ররোচনায় পড়ে ছাত্রীকে ধর্ষণ করেছেন।

গ্রেপ্তার মাওলানা মো. শিহাব উদ্দিন (৩০) হবিগঞ্জের লাখাই উপজেলার সালেহ আহম্মদের ছেলে। তিনি নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর জামিয়া ইসলামীয়া তালিমুন্নেছা মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার শিক্ষক।

মামলার এজাহারে দাবি করা হয়, শিক্ষক শিহাব উদ্দিন দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেম নিবেদনসহ কুপ্রস্তাব দিয়ে আসছিলেবন। কিন্তু কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক সপ্তাহ আগে শিহাব উদ্দিন ওই শিক্ষার্থীকে মাদ্রাসা কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এর পর জান্নাতের প্রলোভন দেখিয়ে গতকাল আবারও ওই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়।

এতে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই শিক্ষার্থীর মা গতকাল রাতে নাসিরনগর থানায় ধর্ষণের অভিযোগ এনে শিহাবকে প্রধান আসামি করে একটি এজহার দাখিল করেন। এজাহারের সূত্র ধরে শনিবার ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা সমকালকে বলেন, মাদ্রাসায় ভর্তির পর থেকেই ওই শিক্ষক আমার মেয়েকে খারাপ প্রস্তাব দিত। এসব প্রস্তাবে রাজি না হওয়ায় আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বলেন, ওই শিক্ষক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের কথা স্বীকার করেছেন। তিনি শয়তানের প্ররোচনায় পড়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেছেন বলে দাবি করেছেন। তাকে আদালতের মাধ্যমে আজ দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×