বাইডেনের সঙ্গে সেলফি তুলে যেন বিশ্বজয় করে ফেলেছে: জোনায়েদ সাকি

ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৪৭ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৪৮
আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সেলফি তুলে আওয়ামী লীগ যেন বিশ্বজয় করে ফেলেছে।
শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে জেলা গণসংহতি আন্দোলনের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘সরকারি দল বলে, বিরোধী দল বিদেশমুখী, খালি বিদেশিদের কাছে গিয়ে ধরনা দেয়। আসলে ধরনা কারা দেয়, তা প্রমাণ হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নিজেই নিউইয়র্ক যাচ্ছেন।’
গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়কারী হাসান মারুফ রুমির সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়কারী ফাহিম শরীফ খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) স্থায়ী কমিটির সদস্য জবিউল ইসলাম, এলডিপি দক্ষিণ জেলার আহ্বায়ক কফিল উদ্দিন, ভাসানী অনুসারী পরিষদের নুর হোসেন ও গণসংহতির চট্টগ্রামের নির্বাহী সমন্বয়কারী ফরহাদ জামান জনি।
চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন সভায় বলেন, ‘আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুসারে বাংলাদেশ থেকে প্রায় ১২ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এগুলো জনগণের টাকা। এর বিরুদ্ধে কেউ কথা বলতে পারছে না। গণতন্ত্র নস্যাৎ করতে আওয়ামী লীগ সরকার উঠে পড়ে লেগেছে।’
- বিষয় :
- আওয়ামী লীগ
- জোনায়েদ সাকি
- জো বাইডেন
- সেলফি
- চট্টগ্রাম