ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কালভার্টের স্ল্যাব ধস, ঝুঁকি নিয়ে চলাচল

কালভার্টের স্ল্যাব ধস, ঝুঁকি নিয়ে চলাচল

নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নে ভাঙা কালভার্টে তক্তা ফেলে চলাচল - সমকাল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

নান্দাইলে একটি কালভার্টের স্ল্যাব ধসে খালে পড়ে গেছে। এ কারণে সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে লোকজন। স্ল্যাব ভাঙার জন্য পাশের উপজেলার একটি অটো রাইস মিলের ভারী যানবাহন চলাচলকে দায়ী করেছেন স্থানীয়রা।

দিন কয়েক আগে গাঙ্গাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে ভূঁইয়া বাড়ির পাশে গিয়ে দেখা যায় স্ল্যাব (পাটাতন) ধসে পড়া কালভার্ট। নান্দাইল রোড বাজার থেকে পাইকুড়া বঙ্গবাজার ভায়া বাংলা বাজার পর্যন্ত পাকা সড়কের একটি খালের ওপর কয়েক বছর আগে কালভার্টটি নির্মিত হয়। এর ভাঙা অংশের ওপর দুটি কাঠের তক্তা ফেলে রাখা হয়েছে। তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ছোট ছোট যানবাহন ও পথচারী। তাদের সতর্ক করার জন্য কালভার্টের মাঝখানের একটি ভাঙা রড সোজা করে তাতে সাদা ও হলুদ রঙের দুটি খালি সিমেন্টের বস্তা ঝুলিয়ে রাখা হয়েছে।

কথা হয় পথচারী বিনারামপুর গ্রামের তারা মিয়া (৫৭) ও মহাদেবপুরের নাজমুল হকের (৪০) সঙ্গে। তাদের ভাষ্য, ১০-১৫ দিন আগে কালভার্টের স্ল্যাব ধসে পড়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। যানবাহনগুলো কালভার্টের দুই পাশ পর্যন্ত চলাচল করত। দুই দিন আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান কাঠের তক্তা দেওয়ার ব্যবস্থা করেন। তার পর থেকে ব্যাটারিচালিত ইজিবাইক, সাইকেল, রিকশা ঝুঁকি নিয়ে চলাচল করছে।

ইজিবাইক চালক হৃদয় মিয়া ও ইসমাইল হোসেন জানান, পাশের কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে একটি অটোরাইস মিল রয়েছে। এই চালকলের ৫০ কেজি ওজনের ২০০ বস্তা ধান-চাল নিয়ে বিভিন্ন ধরনের যানবাহন এই পথে চলাচল করে। এতে গ্রামীণ রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সেতুগুলো নড়বড়ে হয়ে যাচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে মেসার্স ফকির অটো রাইস মিলে গিয়ে মালিক কামাল হোসেন ফকিরকে পাওয়া যায়নি। রতন দত্ত নামে একজন নিজেকে মিলের ব্যবস্থাপক পরিচয় দিয়ে জানান, তারা কেন্দুয়া থেকে পণ্য আনা-নেওয়া করেন, তাই ওই পথটি কখনও ব্যবহার করেন না।

গাঙ্গাইল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান নয়ন জানান, কালভার্টের স্ল্যাব ধসে পড়ায় মানুষের দুর্ভোগ দেখে ভাঙা অংশে দুটি কাঠের তক্তা দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি। শিগগির একটি নতুন কালভার্ট নির্মাণের জন্য প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে দাবি তাঁর।
নান্দাইল উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী শাহবো রহমান সজিব জানান, পাঁচবাড়িয়া গ্রামের ভাঙা কালভার্টটি অপসারণ করা হবে। এরপর সেখানে নতুন একটি কালভার্ট নির্মাণ করা হবে। খুব শিগগিরই এই উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন

×