ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মেয়াদ শেষের আগেই মেয়র আরিফ ‘সাবেক’

মেয়াদ শেষের আগেই মেয়র আরিফ ‘সাবেক’

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ০১:২৮ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ০১:২৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলের নির্দেশনা মেনে অংশ না নেওয়ায় পুরস্কৃত হয়েছেন মেয়র এবং নগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য থেকে আরও বড় দায়িত্ব দিয়ে তাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে।

গত শনিবার দলীয় প্যাডে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠি আরিফুল হকের কাছে পৌঁছায়। তবে চিঠিতে আরিফুলকে ‘সাবেক মেয়র’ উল্লেখ করায় তা নিয়ে ক্ষুব্ধ তাঁর অনুসারীরা।

সিটি নির্বাচনে অংশ না নিলেও আগামী ৭ নভেম্বর পর্যন্ত আরিফুল মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ বর্তমানেও তিনি সিলেটের মেয়র। অথচ দলের কেন্দ্রীয় নেতারা দায়িত্ব ছাড়ার আগেই তাকে সাবেক বানিয়ে দিয়েছেন বলে মন্তব্য অনুসারীদের।    

দলের এ চিঠি নিয়ে অবশ্য মেয়র আরিফুল মুখ খোলেননি। কিন্তু ক্ষুব্ধ অনুসারীরা বলছেন, দলের ভেতরে ঘাপটি মেরে থাকা আরিফবিরোধীরাই কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে এমনটি করেছে। তারা ওই চিঠি ফেরত দেওয়ার জন্য মেয়রকে আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, চিঠিতে আরিফুলকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য থেকে চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে পদোন্নতি দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়।

‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে মনোনয়ন প্রসঙ্গে’ শীর্ষক চিঠিতে আরিফুল হকের পদবির স্থানে লেখা রয়েছে– সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সাবেক মেয়র সিলেট সিটি করপোরেশন। পদোন্নতির এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

নাম প্রকাশ না করে নগর বিএনপির প্রবীণ এক নেতা বলেন, এই আরিফ দলের জন্য গর্বের। সিলেটে একমাত্র তিনি বিএনপি নেতাকর্মীকে দিকনির্দেশনা দিয়ে রেখেছেন। কেন্দ্র থেকে দেওয়া এমন চিঠি এটি ভুল হতে পারে। তবে এটি দেওয়ার আগে চিন্তা করার দরকার ছিল। এখানে কোনো কারসাজি আছে কিনা– সেটি নিয়ে প্রশ্ন তোলেন ওই নেতা। 

নগর বিএনপির আরেক নেতা বলেন, এমন গুরুত্বপূর্ণ চিঠির ক্ষেত্রে কেন্দ্রের আরও সতর্ক থাকা উচিত ছিল। এটি কেন্দ্রের ভুল হয়ে থাকতে পারে।

এ ব্যাপারে আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত ফোন নম্বরে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে অপারগতা জানান।

আরও পড়ুন

×