চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি

বিএনপির দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:০১ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:০৯
বিএনপির রোডমার্চ কর্মসূচির প্রস্তুতি সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ৬-৭ নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার সভা চলাকালে চট্টগ্রাম নগর বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আগামী ৩ অক্টোবর কুমিল্লা থেকে ফেনী, মিরসরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত রোড মার্চ কর্মসূচি পালন করবে বিএনপি। এ কর্মসূচি সফল করতে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক নেতাকর্মী জানিয়েছেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও সদস্যসচিব মোস্তাক আহমেদ খানের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছে। আজ প্রস্তুতি সভায় এ দুই নেতার অনুসারীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় এনামের সমর্থকরা মোস্তাক আহমদের জামা ছিঁড়ে ফেলেন। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বাইরে পুলিশ থাকলেও তারা কোনো হস্তক্ষেপ করেনি।