ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মধ্যরাতে ‘ভারতীয় চিনির’ ট্রাক আটকাতে গিয়ে নিহত নারী ‘সংবাদকর্মী’

মধ্যরাতে ‘ভারতীয় চিনির’ ট্রাক আটকাতে গিয়ে নিহত নারী ‘সংবাদকর্মী’

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

নেত্রকোনায় চিনির ট্রাক আটকাতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মোছা. সাহারা (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা আরেক নারীসহ দু’জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৩টার দিকে শহরের রাজুরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাহারা ঢাকার ডেমরা এলাকার জাহের আলীর মেয়ে। একটি সংবাদপত্রের স্টাফ ফটোজার্নালিস্ট ছিলেন তিনি। আহতরা হলেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামের আবদুল মতিনের স্ত্রী ফেরদৌসী আক্তার ও একই উপজেলার দশধার এলাকার আবু সামার ছেলে মোটরসাইকেল চালক জনি খান। তাদের মধ্যে ফেরদৌসী আক্তার একটি সংবাদপত্রের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন বলে দাবি তাঁর স্বজনদের।

এলাকাবাসী জানান, গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়ক দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি আসছে বলে তথ্য পান সাহারা ও ফেরদৌসী আক্তার। পরে তারা মোটরসাইকেল চালক জনিকে নিয়ে দশধার এলাকায় গিয়ে চিনির ট্রাক থামান। এ সময় ট্রাকচালক ও মোটরসাইকেলে থাকা কয়েকজন চোরাকারবারির সঙ্গে তাদের বচসা শুরু হয়। পরে ট্রাকটি নিয়ে চালক নেত্রকোনা পৌরসভার রাজুরবাজার এলাকায় পৌঁছে। সেখানে গিয়ে আবারও ট্রাকটি আটকানোর চেষ্টা করেন তারা।

এ সময় তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় ট্রাকের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল। এতে সড়কের পাশে পড়ে গিয়ে মাথায় আঘাত পান সাহারা ও ফেরদৌসী আক্তার। এলাকাবাসী তাদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিলে চিকিৎসক সাহারাকে মৃত ঘোষণা করেন।

তবে চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। মোটরসাইকেল চালক জনিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে। পুলিশ সাহারার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল হক বলেন, মোটরসাইকেলের ধাক্কায় একজন নারী নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মোটরসাইকেল চালক জনিকে থানা হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন

×