ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

গান্ধী আশ্রমের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে ভারতের প্রতিনিধি দল

গান্ধী আশ্রমের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে ভারতের প্রতিনিধি দল

সাইকেলে করে মহারাষ্ট্র থেকে প্রতিনিধি দলটি নোয়াখালীর উদ্দেশে রওনা হয় - সমকাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:২৯ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:২৯

আগামী ২ অক্টোবর ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী। এ উপলক্ষে নোয়াখালীর গান্ধী আশ্রমের অনুষ্ঠানে যোগ দিতে ৫২ সদস্যের ভারতীয় একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। মহাত্মা গান্ধী ১৮৬৯ সালের ২ অক্টোবর ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন।

শুক্রবার বিকেলে দলটিকে স্বাগত জানান চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, আশ্রমের প্রধান মেজর জেনারেল জীবন কানাই দাশসহ কর্মকর্তারা। 

গান্ধী আশ্রমের অনুষ্ঠানে যোগ দিতে ১৫ সেপ্টেম্বর সাইকেলে মহারাষ্ট্র থেকে প্রতিনিধি দলটি নোয়াখালীর উদ্দেশে রওনা হয়। গতকাল বিকেল ৪টার দিকে তারা ভারতের মাহদীপুর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশের সোনামসজিদ ইমিগ্রেশনে প্রবেশ করে। সেখানে যাবতীয় কার্যক্রম শেষে সোনামসজিদ চত্বরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিতে তারা শ্রদ্ধা জানান। 

পরে সংক্ষিপ্ত এক সভায় প্রতিনিধি দলের প্রধান ডা. গীরিশ কুল কার্নি জানান, আমাদের বরণ করে নেওয়ার মাধ্যমে প্রমাণিত হলো, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এমপি শিমুল বলেন, মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে ছিল। এজন্য দেশটির প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে। 

ভারতীয় দলটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। গান্ধী আশ্রমের অনুষ্ঠান শেষে বেনাপোল সীমান্ত দিয়ে ফিরে যাওয়ার কথা রয়েছে তাদের।

আরও পড়ুন

×