ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সিলেটে সুলতানা কামাল

ভালোমানুষ চুপ থাকলে দুর্বৃত্তের শক্তি বাড়ে

ভালোমানুষ চুপ থাকলে দুর্বৃত্তের শক্তি বাড়ে

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে শুক্রবার সিলেটে সংহতি সমাবেশে বক্তব্য দেন সুলতানা কামাল- সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে সিলেটে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট মানবাধিকারকর্মী সুলতানা কামাল। তিনি বলেন, যখন ভালোমানুষ চুপ করে থাকে, তখন দুর্বৃত্তদের শক্তি অনেক বেড়ে যায়। আপনারা হাল ছেড়ে দেবেন না। চুক্তিটি বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান প্রমুখ।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন সিলেটের আহ্বায়ক জাসদ জেলা সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাফরের পরিচালনায় আরও বক্তব্য দেন সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি কমরেড সিকান্দর আলী, জেলা বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জল রায়, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সভাপতি সিরাজ আহমেদ, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমেদসহ অনেকে।

আরও পড়ুন

×