গণতন্ত্রের জন্য রাবি অধ্যাপকের পদযাত্রা

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১২:২৬ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১২:২৬
দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান।
শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে এ পদযাত্রা শুরু করেন তিনি। পরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুপুর দেড়টার দিকে নগরীর সাহেব বাজার মোড়ে তিনি এ কর্মসূচি শেষ করেন।
এ সময় ফরিদ উদ্দিন খানের সঙ্গে সংহতি জানিয়ে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আমিনুল হক, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, বীর মুক্তিযোদ্ধা ও রাষ্ট্র সংস্কার আন্দোলন সংগঠনের রাজশাহীর সমন্বয়ক মাহমুদ জামাল কাদেরী ও রাবি শিক্ষার্থী আমানুল্লাহ আমান কর্মসূচিতে অংশ নেন। তবে বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী ও শিক্ষার্থী তৌফিকুল ইসলাম রমজান শেষ পর্যন্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
পদযাত্রা কর্মসূচির বিষয়ে জানতে চাইলে ফরিদ উদ্দিন খান বলেন, গণতন্ত্রের দাবিতে আমাদের এ পদযাত্রা।
তিনি বলেন, গণতন্ত্র আজ আমাদের দেশে অবহেলিত। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা কায়েম করাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য। সেখান থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি। সামনের দিনগুলোতে আমরা সংঘাতের দিকে যাচ্ছি। দেশে বিরোধী দলকে মামলা, হামলা করে নানাভাবে অপদস্থ করা হচ্ছে। দিনের পর দিন আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এটি আমাদের জন্য কল্যাণকর নয়। আমরা চাই দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরে আসুক।
তিনি আরও বলেন, আমাদের এ দুর্বলতার সুযোগ নিয়ে বিদেশি কূটনীতিকরা তৎপরতা চালাচ্ছে, যা দীর্ঘমেয়াদে আমাদের জন্য সুফল বয়ে আনবে না। আমাদের জনগণকে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি তুলতে হবে।
রাবি অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, দেশে গণতন্ত্র ফেরানো কোনো রাজনৈতিক দলের একার দায়িত্ব নয়। দেশের সকল সচেতন মানুষের দায়িত্ব বিষয়টি নিয়ে কথা বলা, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সোচ্চার হওয়া। তাহলেই সত্যিকার অর্থে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবো।