‘হাওয়া ভবন’ ভুল হয়ে থাকলে জনগণের কাছে ক্ষমা চান: কাদের সিদ্দিকী

সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি: ফাইল
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৯:৫১
বিএনপি নেতা তারেক রহমানকে উদ্দেশ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আপনি হাওয়া ভবন বানিয়েছিলেন; ওটা ঠিক থাকলে ঠিক বলুন, ভুল হয়ে থাকলে স্বীকার করুন। ভুল হলে জনগণের কাছে ক্ষমা চান। কিন্তু লন্ডনে বসে থেকে যা খুশি বলবেন, তাতে নেতা হওয়া যাবে না।’
শনিবার সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ মিয়ার দলে যোগদান উপলক্ষে এ আয়োজন করা হয়। দলের উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছবুর খানের সভাপতিত্বে কেজিকে উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে এ ছাড়া বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, শামীম আল মুনসুর আজাদ সিদ্দিকী, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ টি এম সালেক হিটলু, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল, আসলাম শিকদার নোভেল প্রমুখ।