ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ময়মনসিংহে ৭ বেসরকারি হাসপাতাল-ক্লিনিক সিলগালা

ময়মনসিংহে ৭ বেসরকারি হাসপাতাল-ক্লিনিক সিলগালা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩৪ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩৪

প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং সঠিক কাগজপত্র না থাকায় ময়মনসিংহ নগরীর সাতটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়েছে।

রোববার বিভাগীয় স্বাস্থ্য দপ্তর অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। এদিন নগরীর মোট ১১টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

ময়মনসিংহ জেলায় বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল আছে ১ হাজারের বেশি। এগুলোর অধিকাংশই অনুমোদনহীন।  আজ দুপুরে নগরীর চরপাড়া এলাকায় স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কোনো ডাক্তার, নার্স না থাকায় এবং অপরিচ্ছন্নভাবে অপারেশন থিয়েটার পরিচালনা করার কারণে আধুনিক প্রাইভেট হাসপাতাল, আদিব প্রাইভেট হাসপাতাল, গ্রামীণ প্রাইভেট হাসপাতাল ও গাজী প্রাইভেট হাসপাতাল সিলগালা করা হয়।

একই অভিযোগে শান্তা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের ল্যাব এবং অপারেশন থিয়েটার বন্ধ করে দেওয়া হয়। ল্যাব টেকনিশিয়ান ও সঠিক কাগজপত্র না থাকায় মহানগর ডায়াগনস্টিক সেন্টার ও মাসুদ ডায়াগনস্টি সেন্টার সিলগালা করা হয়েছে।

এ ছাড়া নিহাদ ডায়াগনস্টিক সেন্টার, দিবারাত্রি ক্লিনিক ও নিউ নাগরিক হাসপাতালকে সাত দিনের মধ্যে বৈধতার বিষয়টি নিশ্চিত করা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডা. মোহাম্মদ শফিউর রহমান বলেন, ‘ক্লিনিকের কারও লাইসেন্স নেই এবং একটি ক্লিনিক চালাতে গেলে যে কয়জন চিকিৎসক এবং নার্স দরকার, আমরা একটিতেও পাইনি। তাই প্রতিষ্ঠানগুলো সিলগালা করতে বাধ্য হয়েছি। ক্লিনিকের পরিবেশ, অপারেশন থিয়েটারের পরিবেশ এবং ডায়াগনস্টিক সেন্টারে যেসব যন্ত্রপাতি দরকার, সেগুলো যথাযথ না পাওয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে স্বাস্থ্য বিভাগের উপপরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, সহকারী পরিচালক ডা. ইশরাত জাহান, সিভিল সার্জন নজরুল ইসলাম, সহকারী সিভিল সার্জন পরীক্ষিত কুমার পাঁড়সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×