ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাদ্দাম-ইনানকে ফুল দিতে গিয়ে হামলার শিকার ছাত্রলীগ নেতা

সাদ্দাম-ইনানকে ফুল দিতে গিয়ে হামলার শিকার ছাত্রলীগ নেতা

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:০৭ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:১০

কিশোরগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপ‌তি ও সাধারণ সম্পাদককে ফুল দেওয়া‌কে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহা‌তির ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রলীগের সাংগঠ‌নিক সম্পাদক লুৎফুর রহমান নয়নসহ বেশ কয়েকজন আহত হন।

মঙ্গলবার দুপুরে জেলার পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।

দীর্ঘ ১৮ বছর পর আজ কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইটনা উপজেলায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে আয়োজিত এ সম্মেলনের আয়োজন করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান আজ দুপুরে এ সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। 

সাদ্দাম-ইনানকে ফুলেল শুভেচ্ছা জানাতে জেলা ছাত্রলীগের দুটি পক্ষ জড়ো হয়। এর মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমানের নেতৃত্বে জেলার পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় একটি পক্ষ অবস্থান নেয়।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়নের নেতৃত্বে আরেকটি গ্রুপ মনোহরদী-পাকুন্দিয়া সীমান্তের ড্রেনেরঘাট এলাকায় অবস্থান নেয়।

এ সময় ফুল দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে নয়নসহ বেশ কয়েকজন আহত হন। কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা ওই এলাকায় আসার আগেই এ ঘটনা ঘটে।

জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ উমান খানের নির্দেশে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন নয়ন।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

আরও পড়ুন

×