ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চাঁদপুরে সাড়ে ৩ হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুরে সাড়ে ৩ হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

ছবি: ফাইল

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:১৯ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:১৯

চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিন হাজার ৫০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বুধবার বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদে খবর পেয়ে মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে শহরের কয়লাঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তিন হাজার ৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার তকি আরও বলেন, চিংড়ির মালিক না পাওয়ায় কাউকে আটক করা হয়নি। পরে জব্দ চিংড়ি মাটিতে পুঁতে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার সাব-লেফটেন্যান্ট মো. ফজলুল হক। এ সময় উপস্থিতি ছিলেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্যকর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

আরও পড়ুন

×