ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ভাবনার কথা বলা যাবে, এমন রাজনীতিক খুঁজে পাওয়া যায় না: সুলতানা কামাল

ভাবনার কথা বলা যাবে, এমন রাজনীতিক খুঁজে পাওয়া যায় না: সুলতানা কামাল

সুলতানা কামাল। ছবি: ফাইল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৯:০৬ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৯:১০

জনগণের ভাবনার কথা বলা যাবে, দেশে এমন রাজনীতিক আর খুঁজে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। তিনি বলেন, ‘রাজনীতিকরা নীতি নির্ধারণ করেন। কিন্তু কোনো রাজনীতিক নেই, যার কাছে গেলে জনগণের ভাবনার কথা বলা যাবে এবং সেটি বাস্তবায়ন হবে। তাদের সদিচ্ছার অভাব রয়েছে।’

বুধবার বিকেলে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে 'হাওর টিলা বন রক্ষা করে পর্যটন' শীর্ষক নাগরিক ভাবনা আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সিলেট নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে ওয়াটারকিপারস বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন এবং পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুলতানা কামাল বলেন, ‘যদি রাজনীতিকরা নির্বাচনকে নির্বাচন মনে করেন, তাহলে নির্বাচনের আগে হয়তো আমাদের একটা সুযোগ থাকলেও থাকতে পারে। সে সময় রাজনীতিকরা ভোট চাইলে জনগণের ভাবনার বিষয়টি জানাতে হবে।’

তিনি আরও বলেন, 'দেশে পর্যটনকেন্দ্রগুলোতে অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে, যা পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। আমরা যে প্রাকৃতিক পর্যটনের কথা বলছি, সেগুলোর সঙ্গে যার চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো মিল নেই।'

মানবাধিকারকর্মী আরও বলেন, 'জনগণের পক্ষ থেকে একটি কার্যপত্র তৈরি করতে হবে। যাতে আমরা রাজনীতিক কিংবা নীতিনির্ধারকদের কাছে দফায় দফায় দাবি উপস্থাপন করতে পারি। রাজনীতিকদের সদিচ্ছা আদায় করে নিতে হবে।'

স্থপতি ও নগর পরিকল্পনাবিদ এবং পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি জেরিনা হোসেনের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরিফ জামিল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক।

অনুষ্ঠানে বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিমের সঞ্চালনায় বিষয়ভিত্তিক আলোচনায় হাওর পর্যটন বিষয়ে বক্তব্যে উপস্থাপন করেন সংবাদকর্মী উজ্জ্বল মেহেদী ও আরবান ট্যুরিজম নিয়ে বক্তব্য দেন স্থপতি রাজন দাস।

আরও পড়ুন

×