ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কুকুরের কামড়ে আহত সাতজন

কুকুরের কামড়ে আহত সাতজন

ফাইল ছবি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৫৭ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৫৭

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই গ্রামে কুকুরের কামড়ে নারীসহ সাতজন আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামে ও পৌরসভার জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ করে একটি কুকুর জগদীশপুর গ্রামে লোকজনকে কামড়াতে থাকে। এতে সে গ্রামের ছয়জন আহত হন। আহতরা হলেন– জগদীশপুর গ্ৰামের সাহিরা বেগম, আরসি বেগম, রেদওয়ান হোসেন, সাইফুল মিয়া, ছায়া বেগম ও সুলতানা বেগম।

শুক্রবার সকালে পৌর এলাকায় একটি কুকুরের কামড়ে রেজাউল নামে এক ব্যক্তি আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা এবং জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক বদরুদ্দোজা।

আরও পড়ুন

×