ইউপি সদস্যের বিরুদ্ধে রড সিমেন্ট চুরির মামলা

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:২৮
জামালপুরের বকশীগঞ্জে পাঁচজনের বিরুদ্ধে সেতু নির্মাণকাজের রড-সিমেন্ট চুরির অভিযোগে মামলা হয়েছে। তাদের মধ্যে আসামি আফসার আলী বগারচর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
শুক্রবার বকশীগঞ্জ থানায় মামলাটি করেন দেওয়ানগঞ্জ উপজেলার চাকুরিয়া গ্রামের মঞ্জুরুল হক নয়া মিয়া। তিনি সেতু নির্মাণকাজের ঠিকাদার।
জানা গেছে, ইজিপি দরপত্রের মাধ্যমে বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের সারমারা-রামরামপুর সড়কে আফসার আলী মেম্বারের বাড়ির পাশে ১৫ মিটার সেতুর কাজ পান মঞ্জুরুল হক নয়া মিয়া। সাত মাস ধরে কাজ করছেন তিনি। সেতুর কাজ করার জন্য রড, সিমেন্ট, বালু ও পাথর রাখা হয় আফসার আলীর বাড়িতে। হিসাব অনুযায়ী রড ও সিমেন্ট প্রতিদিনই খোয়া যায়। বিষয়টি মৌখিকভাবে আফসার আলীকে জানান ঠিকাদার। কিন্তু বিষয়টি গুরুত্ব না দিয়ে টালবাহনা করেন তিনি। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে সেতুর কাজের জন্য রাখা বিভিন্ন আকারের রড ভ্যানে করে কামালপুর নেওয়ার পথে আটক করে গ্রাম-পুলিশ জহুরা বেগম এবং সুলতান। খবর পেয়ে পুলিশ গিয়ে রডসহ মোর্শেদা বেগম (৪৫) নামে এক নারীকে আটক করে।
জিজ্ঞাসাবাদে জড়িতদের নাম বলেন তিনি। রাতেই ইউপি সদস্য আফসার আলী, সুজন মিয়া, আগুন মিয়া, মনির হোসেন ও মোর্শেদা বেগমের নামে থানায় মামলা করেন ঠিকাদার।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আফসার আলী বলেন, ‘আমার বাড়ির পাশেই সেতুর কাজ হচ্ছে। আমার কীসের অভাব, যে কারণে আমি রড-সিমেন্ট চুরি করতে যাব। আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন।’
ঠিকাদার মঞ্জুরুল হক নয়া মিয়া বলেন, ‘এই সেতুর কাজ করতে এসে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার ছয় হাজার কেজি রড ও ২০০ বস্তা সিমেন্ট চুরি হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।’
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, চুরির ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার নারীকে কারাগারে পাঠানো হয়েছে। মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে।
- বিষয় :
- বকশীগঞ্জ
- চুরির অভিযোগ
- মামলা