ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভালোবাসার প্রতিদান দিতে জানেন শেখ হাসিনা: স্পিকার

ভালোবাসার প্রতিদান দিতে জানেন শেখ হাসিনা: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি: সমকাল

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:০১ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:০১

স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মানুষের জন্য ভালোবাসা ও দরদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় পুঁজি। প্রধানমন্ত্রী ভালোবাসার প্রতিদান দিতে জানেন। বাংলার মানুষ তাঁকে ভালোবাসে। সে কারণেই তিনি টানা তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। বাংলার মানুষ অন্তর থেকে শেখ হাসিনার জন্য দোয়া করেন। সেজন্য তিনি আরও বহুদিন মানুষের সেবা করে যেতে পারবেন। সব ষড়যন্ত্র নস্যাৎ করে তিনি বাংলাদেশকে নিয়ে যাবেন উচ্চতার শিখরে।

শনিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ওলামা লীগ আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী ওলামা লীগ নেতা মাওলানা আবু সুফিয়ান প্রমুখ। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘দেশ আমাদের সবার, আপনার আমার সকলের। আমাদের সকলের সন্তান আছে, পরিবার আছে। তারাই এ দেশে বসবাস করবে। বিদেশে থাকার যে আকাঙ্ক্ষা, সেটাও অনেকখানি পরিবর্তন হচ্ছে। আমাদের সম্পদ আছে, প্রাচুর্য আছে, মানবসম্পদ আছে, সবকিছুই আছে। তারপরও কেন আমরা দেশটাকে ঠিকঠাকভাবে গড়ে তুলতে পারব না? আমরা যদি দেশটাকে যথাযথভাবে গড়ে তুলতে পারি তাহলে নতুন প্রজন্মের জন্য নানান সুযোগ-সুবিধা দিতে পারব। স্মার্ট বাংলাদেশ গড়ার যে ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন সেটা আমরা গড়তে তুলতে পারব। তখন আমাদের বিদেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। আসুন সবাই মিলে শেখ হাসিনার সঙ্গে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাই।’

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ, বৃক্ষরোপণ, বিভিন্ন অনুদানের চেক বিতরণ ও স্থানীয় সরকার দিবসের উন্নয়ন মেলার উদ্বোধন করেন।

আরও পড়ুন

×