ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাস-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাস-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২২ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২৩

ঝিনাইদহের মহেশপুরে বাস-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে হাসেম আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪ জন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জিন্নানগর মাঠপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হাসেম উপজেলার শ্যামকুড় কাঠালবাগান পাড়ার বাসিন্দা। 

মহেশপুর ভৈরবা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, সন্ধ্যায় উপজেলার নেপা বাজার থেকে জিন্নানগরের দিকে যাচ্ছিল সোনালী পরিবহনের একটি বাস। বাসটি জিন্নানগর মাঠপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক্টর সড়কের পাশে ধান খেতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ট্রাক্টরচালকের সহকারী হাসেমের মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন

×