ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

‘হুজুর ডেকে বিয়ে’ ছাত্রলীগ নেতার, ৪ মাস পর অস্বীকার

‘হুজুর ডেকে বিয়ে’ ছাত্রলীগ নেতার, ৪ মাস পর অস্বীকার

প্রতীকী ছবি

রাবি সংবাদদাতা

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ১৫:০৬ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ১৫:০৬

বিয়ের ৪ মাস পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে স্ত্রীকে অস্বীকার করার অভিযোগ উঠেছে। এর সুষ্ঠু বিচার চেয়ে সোমবার রাবি প্রক্টরকে লিখিত অভিযোগ দিয়েছেন রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

অভিযুক্তের নাম মমিনুল ইসলাম। তিনি রাবির ফিশারিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সহসভাপতি। তার বাড়ি নড়াইলে।

অভিযোগপত্রে ওই ছাত্রী বলেন, ‘হুজুর ডেকে বিয়ের নাটক করে মমিনুল ইসলাম। এরপর স্বামী পরিচয়ে আমার সঙ্গে বসবাস করে। গত চার মাস আমি তার সঙ্গে সংসার করেছি। কিন্তু কিছুদিন ধরে তার আচরণ খুবই খারাপ দেখি। এক পর্যায়ে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। মমিনুল মানসিকভাবে অত্যাচার করছে। আমার নামে বদনাম ছড়াচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। এটা আমি মানসিকভাবে নিতে পারছি না। আমি সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে মমিনুল ইসলাম বলেন, ‘আমি কিছু জানি না। যে অভিযোগ দিয়েছে, তাকে আমার কাছে নিয়ে আসেন। আমি এমন কিছু করিনি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, এ বিষয়ে সহকারী প্রক্টর সাইকা কবির নিতুকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দু’পক্ষের সঙ্গেই কথা বলবে। এটি যেহেতু বাইরের বিষয়, তাই অভিযোগের সত্যতা পেলে সমাধানের জন্য থানায় পাঠানো হবে।

মতিহার থানার ওসি রুহুল আমিন বলেন, মৌখিকভাবে ওই শিক্ষার্থী আমাদের বিষয়টি জানিয়েছেন। তবে কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×