ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দশ মাসে ৫ বার গ্রেপ্তার আনোয়ারার সম্রাট

দশ মাসে ৫ বার গ্রেপ্তার আনোয়ারার সম্রাট

মো. সম্রাট। ছবি-সংগৃহীত

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ২২:৫০ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ২২:৫০

চট্টগ্রামের আনোয়ারায় মো. সম্রাট (২১) নামের এক তরুণকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে চলতি বছরে তিনি পাঁচবার গ্রেপ্তার হলেন।

সম্রাট উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামের মো. ইলিয়াছের ছেলে। সোমবার দুপুরে তাকে মাদক আইনে একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

থানা সূত্রে জানা যায়, সম্রাট উপজেলায় চাঁদাবাজি, মাদক, জমি দখল ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত। তার বিরুদ্ধে পাঁচটি মামলাও রয়েছে। তিনি এ পর্যন্ত সাতবার জেল হাজতে গেলেও আবার ছাড়া পেয়ে অপকর্মে জড়িয়ে পড়েন। চলতি বছর পাঁচবার তিনি গ্রেপ্তার হন। রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ বৈরাগ রাস্তা মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১৫০ পিচ ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, সম্রাট নিজেকে এলাকায় অপরাধ জগতের সম্রাট দাবি করতেন। কিশোরদের নিয়ে তার একটি কিশোর গ্যাং গ্রুপও রয়েছে। তিনি এ বছরেই বিভিন্ন অপরাধে পাঁচ বার গ্রেপ্তার হন। কিন্তু প্রতিবারই জামিনে বের হয়ে আবারও অপরাধ শুরু করেন। সবশেষ গত আগস্ট মাসে চুরি করতে গিয়ে ধরা পড়েন ও সেপ্টেম্বর মাসে জামিনে বের হন। এরপর আবারও রোববার মাদকসহ ধরা পড়েন। রোববার ইয়াবাসহ পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদক আইনে নতুন মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

×