রাজনৈতিক কর্মসূচির দিনে এইচএসসি পরীক্ষা, চট্টগ্রাম বোর্ডের সর্তকবার্তা

চট্টগ্রাম শিক্ষা বোর্ড। ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ | ১৬:১২ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ১৬:১৮
একইদিন ক্ষমতাসীন সরকারি দল ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের বেশকিছু কর্মসূচি থাকায় বৃহস্পতিবারের এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অভিভাবকদের বাড়তি সর্তক থাকতে বার্তা দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
বুধবার রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বার্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৫ অক্টোবর বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। একইদিন অনুষ্ঠিত হবে এইচএসসি ইংরেজি ২য় পত্রের পরীক্ষা। তাই পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা সম্পন্ন করে নিরাপদে তাদের বাসস্থানে ফিরে যেতে পারে সেজন্য অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ ব্যাপারে অধ্যাপক মুস্তফা কামরুল আখতার বলেন, একইদিন নানা রাজনৈতিক কর্মসূচি থাকায় পরীক্ষার্থীদের বলবো তারা যেন একটু আগেভাগেই পরীক্ষার কেন্দ্রে চলে আসে। কারণ সড়কে গাড়ি স্বল্পতা থাকতে পারে, যানজটেরও সৃষ্টি হতে পারে। হেঁটেও পরীক্ষা কেন্দ্রে যেতে হতে পারে পরীক্ষার্থীদের। তাই কেন্দ্রে আসতে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় ও যথাযথ সময়ে কেন্দ্রে পৌঁছানো যায় সেজন্য সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধ করছি। পরীক্ষা শেষ করে যাতে পরীক্ষার্থীরা দ্রুত কেন্দ্র থেকে বাসায় চলে যায় সে ব্যাপারেও অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকতে হবে।
তিনি বলেন, বৃহস্পতিবার শেষ পরীক্ষা। তাই আমরা চাই পরীক্ষার্থীরা আনন্দের মধ্যদিয়ে শেষ পরীক্ষাটি দিয়ে নিরাপদে বাসায় ফিরে যাক। এ ব্যাপারে বোর্ডের সংশ্লিষ্টদেরকেও নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যারা রাজনৈতিক কর্মসূচির সঙ্গে যুক্ত এবং যুক্ত নয় সবাইকে পরীক্ষার্থীদের সহযোগিতা করার জন্য বোর্ডের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।