ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কুড়িগ্রামে তিস্তার পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপরে

কুড়িগ্রামে তিস্তার পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপরে

কুড়িগ্রামে তিস্তা নদীতে বাড়ছে পানি। ছবি: সমকাল

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ০৫:৪১ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ০৫:৪৩

ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশ অংশে পানি বাড়তে শুরু করেছে। উত্তরের জেলা কুড়িগ্রামে তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড এ তথ্য জানিয়েছে। 

তিস্তা অববাহিকার ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য মামুনুর রশীদ বলেন, তিস্তার পানি বাড়ছে। এলাকার কিছু বাড়িতে পানি উঠেছে। 

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার বৃষ্টি কমতে পারে। 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চানথাং বাঁধটি খুলে দেওয়া হয়েছে। ফলে কুড়িগ্রাম জেলায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিস্তার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে যেতে পারে। 

আরও পড়ুন

×