ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

রোডমার্চে যাওয়ার পথে হাসনা মওদুদের গাড়িবহরে হামলার অভিযোগ

রোডমার্চে যাওয়ার পথে হাসনা মওদুদের গাড়িবহরে হামলার অভিযোগ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ১১:৪৩ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ১১:৪৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট থেকে চট্টগ্রামের রোডমার্চে যাওয়ার পথে বিএনপি নেত্রী ও দলটির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসিম উদ্দিন মওদুদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বসুরহাট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নোয়াখালী জেলা মহিলা দলের সহ-সভানেত্রী রওশন আরা নূর বলেন, আমরা ১১টার দিকে চট্টগ্রামে রোডমার্চে যোগ দিতে ফেনীর পথসভায় যাচ্ছিলাম। এ সময় আমাদের গাড়িবহর বসুরহাট নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা হামলা চালায়।

হামলায় তিনি, তার স্বামী নুরুল হুদা, ছাত্রদল নেতা নুরুল আফসারসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানান এই বিএনপি নেত্রী।

তিনি জানান, সন্ত্রাসীরা ৫টি বাস, একটি পিকআপ এবং ১৫-২০টি সিএনজি ভাঙচুর করে।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন বলেন, আমাদের গাড়িবহর চট্টগ্রামের পথে। আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আমাদের ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছে।

এ হামলায় গুরুতর আহত হয়ে নুরুল হুদা এবং রওশন আরা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।  

হামলার অভিযোগের বিষয়ে জানতে বসুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়েরকে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি কোনো সাড়া দেননি।

কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরি রুমেল জানান, তিনি এলাকার বাইরে অবস্থান করছেন। হামলার বিষয়ে তিনি কিছু জানেন না।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, ঘটনাটি শুনেছি। তবে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×