ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কেসিসির মেয়র দায়িত্ব নেবেন ১১ অক্টোবর

কেসিসির মেয়র দায়িত্ব নেবেন ১১ অক্টোবর

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ১৪:৫৪ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ১৪:৫৪

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচিত মেয়ররা প্রতিবার বেশ ঘটা করেই দায়িত্ব নেন। জাঁকজমক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন সিটি করপোরেশনের মেয়রদের।

তবে এ বছর তেমন কোনো আয়োজন থাকছে না। অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়েই আগামী ১১ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবেন কেসিসির মেয়র তালুকদার আবদুল খালেক ও কাউন্সিলররা।

কেসিসি থেকে জানা যায়, ১১ অক্টোবর বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসির সাধারণ পরিষদের সভা আহ্বান করা হয়েছে। সভার শুরুতেই মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করবেন। সুধীজনের বক্তব্যের পর সভা শেষ হবে। এর মধ্য দিয়েই নতুন পরিষদের পাঁচ বছরের মেয়াদ গণনা শুরু হবে।

গত ১২ জুন কেসিসিতে ভোট হয়। নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নেন ৩ জুলাই। তবে আইনি কারণে প্রায় চার মাস পর তারা দায়িত্ব নিচ্ছেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম জানান, স্থানীয় সরকার আইনে সাধারণ সভার মধ্য দিয়েই মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শুরুর কথা উল্লেখ রয়েছে। এজন্য ১১ অক্টোবর সাধারণ সভা আহ্বান করা হয়েছে। সভায় খুলনা ও বাগেরহাটের সব সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন

×