ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালাল আসামি

পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালাল আসামি

ব্যাটিং অনুশীলনে তামিম। ছবি: ফাইল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩ | ০৫:২৬ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৩ | ০৫:২৬

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দুই আসামি হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে পালিয়ে গেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের কলার হাটে এ ঘটনা ঘটে। 

উপজেলার চরজব্বর ইউনিয়নের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘চরজব্বর থানার উপ-পুলিশ পরিদর্শক নূর হোসেন ও একজন পুলিশ সদস্য রাতে চরজব্বর এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় টহল দিচ্ছিলেন। এ সময় টহল পুলিশের দলটি স্থানীয় তাহের বাজার খলিল মার্কেট থেকে দুই জুয়াড়িকে আটক করে। হ্যান্ডকাপ পরিয়ে পুলিশ বহনকারী সিএনজিচালিত অটোরিকশায় তোলা হয় তাদের। এরপর আসামি নিয়ে থানার দিকে যাওয়ার পথে স্থানীয় কলার হাটে চারজনকে লুডু খেলতে দেখে তাদেরও আটক করে। সেখানে আটক চারজনকে ছেড়ে দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে তাদের একটা আপস-মীমাংসার কথা চলে। এই সুযোগে সিএনজিতে বসা দুই আসামি হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। এসআই চার আসামির কাছ থেকে ৬ হাজার টাকা নিয়ে ছেড়ে দিয়ে সিএনজিতে এসে দেখেন দুই আসামি পালিয়ে গেছেন।’ 

শুক্রবার সকালে অভিযোগের বিষয়ে জানতে চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেনের মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করে বলেন, ‘রং নম্বর।’

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জুয়াডিদের পালিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তবে হ্যান্ডকাপ নিয়ে আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি সঠিক নয় বলে তিনি দাবি করেন। 

পালিয়ে যাওয়া আসামিদের নাম জানাতে পারেননি তিনি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

আরও পড়ুন

×