দেয়াল চাপায় স্বামী-স্ত্রী নিহত

প্রতীকী ছবি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩ | ০৫:৩৮ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৩ | ০৫:৩৮
কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে দেয়াল চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। তারা হলেন, নলিপারা গ্রামের মৃত হাসান আলীর ছেলে ইমারত হোসেন (৬৫) ও তার স্ত্রী আছিয়া বেগম (৫৬)
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। ইমারত হোসেন রাতের খাবার খেয়ে মাটির ঘরে স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে পড়েন। রাতে ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে মাটির দেয়াল ধসে তাদের ওপর পড়ে।
এতে দু’জনই মারা যান। সকালে বাড়ির লোকজন ঘুম থেকে জেগে উঠলে বিষয়টি টের পান। আশপাশের লোকজন এসে মাটি সরিয়ে লাশ উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য বাতেন হোসেন বলেন, রাতের কোনো এক সময় দেয়াল চাপা পড়ে। সকালে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।