কার্যকর করা যায়নি আলু পেঁয়াজ ডিমের নির্ধারিত দাম: বাণিজ্যমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: সমকাল
রংপুর অফিস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩ | ১৪:৫৬ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৩ | ১৪:৫৬
আলু, ডিম ও পেঁয়াজের সরকার নির্ধারিত দাম কার্যকর করা যায়নি বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এই তিন নিত্যপণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়া হলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মাঠে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদের মাধ্যমেই বেঁধে দেওয়া দাম কার্যকর করার চেষ্টা চলছে।
শুক্রবার রংপুর নগরীর লেকসিটি পার্ক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে ব্যয়ও বেড়েছে। তবে এতে সমস্যার কিছু নেই; রপ্তানি আয়ও ১০ শতাংশ বেড়েছে। গত মাসে রেমিট্যান্স কম আসায় একটু সমস্যা হয়েছে। তবে এটা দ্রুতই কেটে যাবে। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক আছে।
- বিষয় :
- বাণিজ্যমন্ত্রী
- আলু
- ডিম
- পেঁয়াজ