হরিণের মাংসসহ পল্লী বিদ্যুতের ২ কর্মচারী আটক
-samakal-65215d51d314b.jpg)
ঘড়িলাল এলাকা থেকে তাদের আটক করা হয়। ছবি: সমকাল
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩ | ১৩:২৯ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ | ১৩:২৯
খুলনার কয়রা উপজেলায় ৮ কেজি হরিণের মাংসসহ দু’জনকে আটক করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ঘড়িলাল এলাকা থেকে তাদের আটক করা হয়। কোবাদক ফরেস্ট স্টেশন ও আংটিহারা কোস্টগার্ডের যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
আটক দুইজন হলেন- বাগেরহাট সদর থানার সুর্যকান্ত দাসের ছেলে পলাশ কুমার দাস (৪৫) ও পিরোজপুর জেলার লেবুঝিলবুনিয়া গ্রামের আব্বাছ আলীর ছেলে মিলন (২৩)। তারা দু’জন খুলনার পল্লী বিদ্যুৎ কয়রা জোনাল অফিসের কর্মরত।
কোবাদক স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন সমকালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ঘড়িলাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তাদের সঙ্গে থাকা মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক দু’জনকে আদালতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- খুলনা
- হরিণের মাংস
- আটক