আ.লীগ কখনও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে না: পরিকল্পনামন্ত্রী

ফাইল ছবি
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩ | ১৩:৩৩ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ | ১৩:৩৩
সাম্প্রদায়িক শক্তি বাঙালির সুনাম নষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, যারা নির্বাচন বানচাল করবে, যুক্তরাষ্ট্র তাদের ভিসা নীতির আওতায় আনবে। আওয়ামী লীগ কখনও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে না।
শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
তিনি আরও বলেন, উন্নয়ন চাইলে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনেও মানুষ নৌকাকে নির্বাচিত করবে।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং পরিদর্শক (তদন্ত) সুশংকর পালের পরিচালনায় সভায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ সার্কেল) শুভাশীষ ধর, আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া প্রমুখ। এর আগে তিনি জগন্নাথপুর কৃষি ইনস্টিটিউট পরিদর্শন করেন।