ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চট্টগ্রামে কলেরা টিকার দ্বিতীয় ডোজ শুরু রোববার

চট্টগ্রামে কলেরা টিকার দ্বিতীয় ডোজ শুরু রোববার

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩ | ১৫:৪৩ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ | ১৫:৪৩

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কলেরা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে আগামীকাল রোববার। প্রথমে নগরের বন্দর থানার বন্দর টিলা ও দক্ষিণ হালিশহর ওয়ার্ডে এই প্রতিষেধক দেওয়া হবে। কর্মসূচি চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্দিষ্ট কেন্দ্রে এই টিকা পাওয়া যাবে।

শনিবার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে (বন্দর টিলা ও দক্ষিণ হালিশহর) বসবাসকারীদের মধ্যে যারা গত সেপ্টেম্বর মাসে কলেরা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদেরই দ্বিতীয় ডোজ দেওয়া হবে। আগে যে কেন্দ্র থেকে প্রথম ডোজ দেওয়া হয়েছে, সেই কেন্দ্রেই এই প্রতিষেধক পাওয়া যাবে।

দক্ষিণ কোরিয়ার ইউবায়োলজিক্স কোম্পানি লিমিটেডের তৈরি দুই ডোজের ইউভিকল প্লাস নামে মুখে খাওয়ার এই টিকা এক বছর থেকে তদূর্ধ্ব বয়সীদের দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার তত্ত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় চট্টগ্রাম সিভিল সার্জন অফিস, সিটি করপোরেশন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ইপিআই ও আইসিডিডিআরবির বাস্তবায়নে কার্যক্রমটি চলছে।

আরও পড়ুন

×