ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল চিকিৎসকের

হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল চিকিৎসকের

প্রতীকী ছবি

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ০৯:০৯ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ০৯:০৯

জামালপুর সদরে বালুবাহী ড্রাম ট্রাকচাপায় ডা. হাফিজুর রহমান (৩৮) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদরের জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের শরিফপুরের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ডা. হাফিজুর রহমান নান্দিনা সরকারি উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি জামালপুর সদর উপজেলার মেষ্টা এলাকার দুলাল মিয়ার ছেলে।

এ বিষয়ে সদরের শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম বলেন, রোববার সকালে মোটরসাইকেলে করে ডা. হাফিজুর রহমান কর্মস্থলে যাচ্ছিলেন। শরিফপুরের জয়রামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে জামালপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস সমকালকে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ডাক্তারের এমন মৃত্যু খুবই দুঃখজনক।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় চালক পালিয়ে গেলেও বালুবাহী ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×