ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

করতোয়ার নাব্য রক্ষায় পুলিশের নৌকাবাইচ

করতোয়ার নাব্য রক্ষায় পুলিশের নৌকাবাইচ

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩ | ১৬:৩৯ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ | ১৬:৩৯

করতোয়া নদীর নাব্য রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোমবার নৌকাবাইচের আয়োজন করা হয়। বগুড়া জেলা পুলিশের আয়োজনে ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় আয়োজিত ওই নৌকাবাইচে মোট আটটি নৌকা অংশ নেয়।

শহরে মালতীনগর এসপি ব্রিজ থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে বেজোড়া ব্রিজ পর্যন্ত নৌকাবাইচ দেখতে স্থানীয় লোকজনের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা হাজারো উৎসুক জনতার ভিড় চোখে পড়ে।

এদিন সকালে এসপি ব্রিজ ঘাটে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।  জেলা পুলিশের পক্ষ থেকে তৃতীয়বারের মতো এই নৌকাবাইচের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না।

জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও সিভিল সার্জন শফিউল আজম।

প্রতিযোগিতায় গাবতলী উপজেলার নাংলু এলাকার উড়ালপঙ্খী নৌকা প্রথম ও শেরপুর উপজেলার সততা নৌকা দ্বিতীয় স্থান অধিকার করে।

আরও পড়ুন

×