স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ০৯:০৫ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ | ০৯:০৫
নাটোরের নলডাঙ্গায় যৌতুকের জন্য স্ত্রী রোকেয়া বেগমকে (৪৫) শ্বাসরোধে হত্যা মামলায় স্বামী ওসমান আলীকে (৫২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা জজ) আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
আদালতের স্পেশাল পিপি আনিছুর রহমান জানান, ওসমান আলী বিয়ের সময় ৫ হাজার টাকা যৌতুক নেন। কিন্তু বিয়ের পর থেকে আরও ৫০ হাজার টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন। ২০১৩ সালের ২১ আগস্ট রাতে স্ত্রীকে নির্যাতনের একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করেন ওসমান। এ ঘটনায় নিহতের ভাই ইসমাইল হোসেন ওরফে ফেলু বাদি হয়ে পর দিন নলডাঙ্গা থানায় মামলা করেন।
- বিষয় :
- নাটোর
- স্ত্রী হত্যা
- মৃত্যুদণ্ড