২ আসনে উপনির্বাচন
ব্রাহ্মণবাড়িয়ায় ৫, লক্ষ্মীপুরে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) ও লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ১৩:৩৭ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ১৩:৩৭
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তপশিল অনুসারে মনোনয়নপত্র জমার শেষ দিনে বুধবার ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়।
এ সময় স্বতন্ত্র প্রার্থী মো. ইব্রাহিমের প্রার্থিতা বাতিল করা হলেও বাকিদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন– আওয়ামী লীগের অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, জাতীয় পার্টির (জাপা) যুগ্ম মহাসচিব আবদুল হামিদ ভাসানী, জাপা থেকে দুইবারের নির্বাচিত সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল এবং এনপিপির আব্দুর রাজ্জাক।
রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শাহগীর আলম জানান, ইসির বিধি অনুসারে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের প্রয়োজন। দৈব চয়নের ভিত্তিতে মো. ইব্রাহিমের দাখিলকৃত ১ শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাইকালে দেখা যায়, পাঁচজনের মধ্যে চারজন স্বাক্ষর দেননি এবং একজন ইতোমধ্যে মারা গেছেন। এসব কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়। তিনি বিধি অনুযায়ী এর বিরুদ্ধে কমিশনে আপিল করতে পারবেন।
অন্যদিকে লক্ষ্মীপুর-৩ আসনে মনোনয়ন জমা দেওয়া চার প্রার্থীরই প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পাওয়া কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন।
প্রার্থীরা হলেন– আওয়ামী লীগের গোলাম ফারুক, জাপার মুহাম্মদ রাকিব হোসেন, এনপিপির সেলিম মাহমুদ, জাকের পার্টির শামছুল করিম।
উভয় আসনেই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১৯ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর। আগামী ৫ নভেম্বর ব্যালটের মাধ্যমে উভয় আসনে ভোট গ্রহণ হবে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের এমপি শাহজাহান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া মারা যান। ৪ অক্টোবর আসন দুটি শূন্য ঘোষণা করে ইসি।