ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চেক প্রতারণা: চট্টগ্রামে বিএনপি নেত্রী গ্রেপ্তার

চেক প্রতারণা: চট্টগ্রামে বিএনপি নেত্রী গ্রেপ্তার

গ্রেপ্তার বিএনপি নেত্রী শাহিদা খানম। ছবি-সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ১৩:৩৮ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ১৩:৩৮

চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় দণ্ডিত বিএনপির এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরের বন্দর থানার ২ নম্বর মাইলের মাথা এলাকার মহব্বত আলী মালুমের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিএনপি নেত্রী হলেন-শাহিদা খানম। তিনি নগর মহিলা দলের সহ-সভাপতি ও বন্দর থানার সভাপতির দায়িত্বে আছেন।

বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, চেক প্রতারণা মামলায় ওই নারীকে আদালত সাত মাসের কারাদণ্ডসহ চেকে উল্লেখিত পরিমাণ সাত লাখ টাকা অর্থদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারি পরোয়ানার আদেশ থানায় আসার পর পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×