খালেদা জিয়ার চিকিৎসার দাবি জানিয়ে বিপাকে আ’লীগ নেতা

বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার
বরিশাল ব্যুরো ও বাউফল প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ১৬:৪২ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ১৬:৪২
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে বিপাকে পড়েছেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার।
ফেসবুকে এ দাবি জানানোয় তাঁর শাস্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে সুপারিশ পাঠিয়েছে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ। মোতালেব বাউফল উপজেলা চেয়ারম্যান।
পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর কেন্দ্রে সুপারিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
সুপারিশপত্রে বলা হয়েছে, ফেসবুকে মতপ্রকাশের পর মোতালেব হাওলাদারকে গত ৩ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি যে জবাব দিয়েছেন তাতে জেলা আওয়ামী লীগ সন্তুষ্ট হতে পারেনি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য শোকজের জবাবসহ কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়।
গত ১ অক্টোবর মোতালেব ফেসবুকে লিখেন, ‘রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হউক (মন্তব্য না করার জন্য বিনীত অনুরোধ করছি)।’
ফেসবুকে মোতালেবের মন্তব্য ভাইরাল হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে জেলা আওয়ামী লীগ কারণ দর্শানোর নোটিশ দেয়।
এ বিষয়ে মোতালেব তখন সমকালকে বলেন, ‘মানবিক বিবেচনায় এবং আওয়ামী লীগের কর্মী হিসেবে মত ব্যক্ত করেছেন। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হলে আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল হবে। অন্যথায় তাঁর কিছু হলে আওয়ামী লীগের বদনাম হবে। তাঁর এ মন্তব্য দলের সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক নয়।’