বিএনপি না এলেও যথাসময়ে নির্বাচন হবে: প্রাণিসম্পদমন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ১১:০২ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ১১:০২
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বিএনপি না এলেও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিদেশি মুরুব্বিদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ হবে না।
শনিবার দুপুরে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, ১৯৭০ সালেও মাওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি নির্বাচনে আসেনি। তাতে বাংলাদেশের নির্বাচন বন্ধ থাকেনি। তখন বঙ্গবন্ধুর নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, বিএনপি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে। নির্বাচনে বিজয়ী হতে না পারায় ভয়ে তারা এখন নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে না।
তিনি বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে অনেক দল অছে যাদের নামও আমরা জানি না। ১২ দলীয় জোট হয়েছে, অথচ তাদের একটি দলেরও রেজিস্ট্রেশন নেই। এ জাতীয় লোকেরা হালুয়া-রুটির লোভে এখানে সেখানে যাবে। বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন হবে। অসংখ্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের জন্য অপেক্ষা করছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (অপারেশন ও মেইনটেনেন্স) পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। এ ছাড়া অন্যান্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহম্মদ মাইনুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।