মাদ্রাসার নামে জমি দখলের তদন্ত শুরু

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ১২:১৫ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ১২:১৫
সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামের লতিফিয়া আবর আলী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার নামে জায়গা দখলের অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
এর আগে প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান হাফেজ আবুল বাশারের বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখল করে প্রতিষ্ঠানের ভবন ও শৌচাগার নির্মাণের অভিযোগ করেন স্থানীয়রা। চলতি বছরের ৬ অক্টোবর এ নিয়ে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত ২ অক্টোবর সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর আলমপুর গ্রাম ও এলাকাবাসীর পক্ষে আলী আহমদ ও লিলু মিয়াসহ বেশ কয়েকজনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। একই বিষয়ে ওই দিন পুলিশ সুপার ও ইউএনও বরাবরও পৃথক অভিযোগ দেওয়া হয়।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন বিষয়টি সরেজমিন তদন্তকালে মাদ্রাসা পরিচালক ও প্রধান হাফেজ আবুল বাশারের কাছে জায়গার দলিলপত্র চাইলে তিনি সব কাগজপত্র দেখাতে পারেননি বলে জানা গেছে।
লিখিত অভিযোগে বলা হয়, মাদ্রাসার নামে থাকা জায়গা জোরপূর্বক দখল করে ভবন ও শৌচাগার নির্মাণ করেছেন প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ আবুল বাশার। জনসাধারণের চলাচলের রাস্তা, তেতইখালী নদী দখলের চেষ্টাসহ এতিমখানার নামে দেশ-বিদেশ থেকে লাখ লাখ টাকা চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির পরিচালকের বিরুদ্ধে। ওই প্রতিষ্ঠান পরিচালনায় নেই কোনো কমিটি, নেই আয়-ব্যয়ের কোনো প্রকার হিসাবও।
শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন জানান, বাদী ও বিবাদী উভয় পক্ষকে বিরোধপূর্ণ জমির যাবতীয় কাগজপত্র নিয়ে আগামীকাল সোমবার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
- বিষয় :
- সুনামগঞ্জ
- এতিমখানা
- মাদ্রাসা