ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নারীর গোসলের দৃশ্য ধারণের অভিযোগে বিএডিসি কর্মকর্তা গ্রেপ্তার

নারীর গোসলের দৃশ্য ধারণের অভিযোগে বিএডিসি কর্মকর্তা গ্রেপ্তার

রংপুর অফিস

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ | ১৩:৪৪ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ | ১৩:৪৪

রংপুরে নারীর গোসলের দৃশ্য মোবাইলে ধারণের অভিযোগে জাফরুল হাসান জুয়েল নামে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ।

রোববার সকালে রংপুর নগরীর মুন্সিপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী নারীর স্বামী তার বিরুদ্ধে মামলা করেন।

জুয়েল বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন রংপুরে সহকারী পরিচালক পদে কর্মরত।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জাফরুল হাসানকে জেলহাজতে পাঠানো হবে।

এ বিষয়ে রংপুর বিএডিসির সবজি বীজ উৎপাদন খামারের উপপরিচালক নির্মল কুমার দাস বলেন, বিষয়টি শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন

×