চট্টগ্রামের উন্নয়নে ব্যক্তি স্বার্থ ছাড়তে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ | ১৪:১০ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ | ১৪:১০
চট্টগ্রামের উন্নয়ন করতে হলে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক স্বার্থ ত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী।
রোববার টাইগারপাসে সিটি করপোরেশন কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা ও যানজট সমস্যা নিরসন, পর্যটনশিল্প গড়ে তোলাসহ মহানগরের সৌন্দর্যবর্ধনে এই মতবিনিময় সভার আয়োজন করে সিটি করপোরেশন ও পরামর্শক প্রতিষ্ঠান এসমেক।
মতবিনিময় সভায় সিটি মেয়র বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে আমি সবার কাছে যাই; ইগো (অহংকার) দেখাই না। চট্টগ্রামকে নান্দনিক নগরী গড়তে রেলওয়ে, সিডিএসহ সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি। আমি বলেছি, ভূমি দিলে সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে সেখানে বিনোদনকেন্দ্র গড়ে দেব।’
সিটি মেয়র বলেন, বর্তমানে শিশু-কিশোরদের জন্য নগরে খেলার মাঠের খুব অভাব। এ জন্য চান্দগাঁওতে স্পোর্টস জোন গড়ার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে পতিত ভূমিতে খেলার মাঠ গড়ার উদ্যোগ নিয়েছি। বাটালি হিলে চট্টগ্রাম ওয়াচ টাওয়ার করা হবে। জোড় ঢেবা, ইউরোপিয়ান ক্লাবসহ রেলের অধীনে থাকা ঐতিহাসিক স্থাপনা ও ওয়াটার বডি বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে রেলমন্ত্রীকে।
এসমেক বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর জলাবদ্ধতা ও যানজট সমস্যা নিরসন, পর্যটনশিল্প গড়ে তুলতে সভায় বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় বক্তব্য দেন এসমেকের ডিরেক্টর অব আর্কিটেকচার আনন্দ এস লোরেম্বাম, পরিবহন বিভাগের প্রধান ডিজাইনার সুজয় সুজাতারন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ ও সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওমর হাজ্জাজ প্রমুখ। সভায় সমাপনী বক্তব্য দেন এসমেক বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. জনার্দন সুন্দরম।