খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে খুলনায় ড্যাবের মানববন্ধন

খুলনা ব্যুরো
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ | ১৪:১৭ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ | ১৪:১৭
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার নগরীর প্রেস ক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। সভাপতিত্ব করেন ড্যাবের খুলনা জেলা সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবলু। কর্মসূচি পরিচালনা করেন ডা. আবদুল বারিক পান্না।
মানববন্ধনে বক্তব্য দেন ড্যাব খুলনা মহানগর শাখার সভাপতি মোস্তফা কামাল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. এস এম আকরামুজ্জামান, ডা. স ম গোলাম আজম, ডা. প্রদীপ দেবনাথ, ডা. প্রিন্স, ডা. বাবলি প্রমুখ।
সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু, শের আলম সান্টু, আশরাফুল আলম নান্নু, এহতেশামুল হক শাওন, রফিকুল ইসলাম বাবু, চিকিৎসক নেতা আক্তারুজ্জামান তালুদার, এফ এম হাবিবুর রহমান, এস কে নাসির আহমেদ, মারুফ হোসেন প্রমুখ।