পদ্মা পাড়ি দিতে শিক্ষক-শিক্ষার্থীরা পেল ইঞ্জিনচালিত ট্রলার
-samakal-652d27c36951b.jpg)
শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষকদের উপস্থিতিতে ট্রলারটি উপহার দেন জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার। ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১২:০৮ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ১২:০৮
ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ হতে সদর উপজেলার চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি ইঞ্জিনচালিত ট্রলার উপহার দেওয়া হয়েছে। রোববার বিকেলে উপজেলার ডিগ্রীরচর ও নর্থচ্যানেল ইউনিয়নের শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষকদের উপস্থিতিতে ট্রলারটি উপহার দেন জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলার ডিগ্রীরচর ও নর্থচ্যানেল ইউনিয়ন দুটি পদ্মা নদীবেষ্টিত ও চরাঞ্চল অধ্যুষিত এলাকা। এসব স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা অনেক কষ্ট করে স্কুলে যাতায়াত করেন। অনেক সময় ট্রলার না পেয়ে সময় মতো স্কুল যাওয়া এমনকি পথ থেকেই বাড়িতে ফিরতে হতো। তাদের কষ্ট বিমোচনে জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে একটি ইঞ্জিনচালিত বড় ট্রলার দেওয়া হয়।
এ ব্যাপারে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী বলেন, ট্রলারটি শুধুমাত্র স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকদের আনা নেওয়ার কাজে ব্যবহার করা হবে। ডিগ্রীরচর ধলার মোড় ঘাট থেকে স্কুল চলাকালীন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত (যতো সময় প্রয়োজন) পারাপারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও চরাঞ্চলের গোলডাঙ্গী স্কুলের শতাধিক শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিলসহ বক্স দেওয়া হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বলেন, পারাপারে শিক্ষার্থী ও শিক্ষকদের কোনো ভাড়া দিতে হবে না। পরবর্তীতে প্রয়োজনে আরও ট্রলারের ব্যবস্থা করা হবে।
- বিষয় :
- ফরিদপুর
- জেলা প্রশাসন
- ইঞ্জিনচালিত ট্রলার