ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শ্বশুরবাড়ি বেড়াতে এসে প্রাণ গেল জামাতার

শ্বশুরবাড়ি বেড়াতে এসে প্রাণ গেল জামাতার

ফাইল ছবি

রংপুর অফিস

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১২:৪৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ১২:৪৫

রংপুরের পীরগাছায় শ্বশুরবাড়িতে দাওয়াতে এসে আবু তাহের নামে এক ব্যক্তি খুন হয়েছেন। রোববার রাতে দেউতি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আবু তাহের একই এলাকার আয়নাল হকের ছেলে। 

জানা যায়, আবু তাহেরের শ্বশুর লুৎফর রহমানের সঙ্গে স্থানীয় খলিলুর রহমান ও নুর মোহাম্মদের ৩০ শতাংশ জমি নিয়ে চলে বিরোধ চলছিল। এর জেরে গত ১১ অক্টোবর দুই পক্ষের সংঘর্ষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিনের হস্তক্ষেপে তা সমঝোতা করা হয়। এরই মধ্যে রোববার সকাল থেকে ফের উত্তেজনা ছড়ায় খলিলুরের লোকজন। মধ্যরাতে তারা লুৎফর রহমানের বাড়িতে হামলা চালায়।

এ সময় দাওয়াতে আসা আবু তাহের দরজা খুলে বের হলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে পুলিশ।

আবু তাহেরের শ্যালক নূর হোসেন বলেন, এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় কিছু কর্মী জড়িত। আমরা এ হত্যার বিচার চাই। 

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×