দুদকের সাবেক উপ-পরিচালকের মৃত্যুর মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

দুদকের সাবেক উপ-পরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লা। ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১৩:০১ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ১৩:০৭
চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুদকের সাবেক উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ’র মৃত্যুর ঘটনায় ওসি, পেশকারসহ ৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন (এফআইআর) করেছেন তার স্ত্রী ফৌজিয়া আনোয়ার। সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে তিনি এ আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে পিবিআই চট্টগ্রাম নগর পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ ড. জেবুন ন্নেছা বেগমের আদালত এ নির্দেশ দেন।
চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, পিবিআই পুলিশ সুপারকে মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের স্টেনোগ্রাফার দীপেন দাশ গুপ্ত বলেন, বাদীর আরজি এফআইআর হিসেবে রেকর্ড করতে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার আসামিরা হলেন- নগরে চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম ও পরিদর্শক (তদন্ত) মনিবুর রহমান, এএসআই মো. ইউসুফ ও সোহেল রানা, এস এম আসাদুজ্জামান, জসিম উদ্দিন, মো. লিটন, রণি আক্তার তানিয়া এবং কলি আক্তার।
মামলার অভিযোগে বলা হয়, জমি দখলের জন্য আসাদুজ্জামান, জসিম, লিটন, তানিয়া ও কলি বাদীর স্বামীকে মিথ্যা মামলায় আসামি করেন। এতে তাদের প্রত্যক্ষভাবে সহায়তা করেন চান্দগাঁও থানার অভিযুক্ত চার পুলিশ কর্মকর্তা। এছাড়া যে আদালতে মামলা করা হয়, সেই আদালতের বেঞ্চ সহকারী হারুন উর রশিদ ষড়যন্ত্র করে নিয়ম বহির্ভূতভাবে শহীদুল্লাহ’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করান। শহীদুল্লাহ হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার বাইপাস সার্জারি হয়েছিল। এছাড়া তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টের রোগী ছিলেন। এএসআই ইউসুফ ও সোহেল রানা গ্রেপ্তারের সময় তাকে গালাগাল করেন। টেনে-হিঁচড়ে তাকে থানায় নিয়ে সম্পত্তির বিষয়ে বিবাদীদের সঙ্গে আপসের জন্য চাপ দেন। গ্রেপ্তারের সময় পরিবারের সদস্যরা প্রয়োজনীয় ওষুধ দিতে চাইলেও তা দিতে দেয়নি পুলিশ। মানসিক নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তাই নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন, ২০১৩ এর ১৫ (২) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করেন বাদী।
এ ঘটনার পর চান্দগাঁও থানার এএসআই মো. ইউসুফ ও সোহেল রানাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সমন গোপন করার ঘটনায় আদালতের বেঞ্চ সহকারী হারুন উর রশিদকে বেঞ্চ থেকে সরিয়ে ক্যাশিয়ার পদে বদলি করা হয়েছে।
গত ৩ অক্টোবর রাতে নগরীর চান্দগাঁও থানা-পুলিশ দুদকের সাবেক উপ-পরিচালক শহীদুল্লাহকে (৬৪) গ্রেপ্তার করে।