সাবেক দুদক কর্মকর্তার মৃত্যু: ওসি ছুটিতে, পরিদর্শক বদলি

দুদকের সাবেক উপ-পরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লা। ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ | ১৩:৫১ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ | ১৩:৫১
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম ‘ছুটিতে’ ও পরিদর্শক (তদন্ত) মনিবুর রহমানকে বদলি করা হয়েছে। মনিবুর রহমানকে সোমবার বদলি করা হলেও বিষয়টি মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। একই দিন খাইরুল ইসলামও ছুটিতে গেছেন বলে জানিয়েছে পুলিশ। দুজনই চান্দগাঁও থানা পুলিশ হেফাজতে সাবেক দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালকের মৃত্যুর ঘটনায় হওয়া মামলার আসামি।
সোমবার আদালতে মামলাটি দায়ের করেন ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লা’র স্ত্রী ফৌজিয়া আনোয়ার। আদালত মামলাটি নথিভুক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে ২১ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এর আগে ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাকে গ্রেপ্তার করা দুই এএসআই মো. ইউসুফ আলী ও এটিএম সোহেল রানাকে চান্দগাঁও থানা থেকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার এম এ মাসুদ স্বাক্ষরিত এক আদেশে চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মনিবুর রহমানকে উপ-পুলিশ কমিশনারের (পশ্চিম) কার্যালয়ে পরিদর্শক (অপরাধ) হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে পুলিশ পরিদর্শক মো. ছবেদ আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার তিনি দায়িত্ব নিয়েছেন। ওসি ছুটিতে থাকায় সেই দায়িত্বও পালন করছেন তিনি।
নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান বলেন, ‘স্ত্রী অসুস্থ হওয়ায় ওসি এক সপ্তাহের ছুটিতে গেছেন। নিয়মিত বদলির অংশ হিসেবে পরিদর্শককে (তদন্ত) বদলি করা হয়েছে।’
মামলার আসামি হওয়ায় ওসি ছুটিতে ও পরিদর্শককে বদলি করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আদালতের আদেশ এসেছে মঙ্গলবার। ওসি ছুটিতে গেছেন সোমবার। একই দিন পরিদর্শকও বদলি হয়েছেন। এটার সঙ্গে মামলার কোনো সম্পর্ক নেই।’
গত ২৯ আগস্ট চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালতে ৩২৩ (মারধর) ও ৫০৬ (২) (ভয়ভীতি প্রদর্শন) ধারায় মামলা করেন রণি আক্তার তানিয়া (২৬) নামে এক নারী। মামলায় ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লা ও তার শ্যালক মোহাম্মদ কায়সার আনোয়ারকে আসামি করা হয়। এই মামলায় সমন জারি করা হলেও তা আদালতের বেঞ্চ সহকারী ও বাদী পক্ষ গোপন রাখে। ফলে গত ২৭ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানাটি গত ১ অক্টোবর চান্দগাঁও থানায় আসে। পরদিন পরোয়ানা তামিল করতে থানার এএসআই ইউসুফ আলীকে দায়িত্ব দেওয়া হয়। গত মঙ্গলবার রাতে ইউসুফ আলী ও আরেক এএএসআই এটিএম সোহেল রানা দুদকের
সাবেক কর্মকর্তা ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের এক ঘণ্টার মধ্যে থানা হেফাজতে তার মৃত্যু হয়। পরে বাদীও স্বীকার করেন তাকে দিয়ে একটি চক্র মামলাটি করিয়েছেন।
- বিষয় :
- সাবেক দুদক কর্মকর্তা
- মৃত্যু
- ওসি
- পরিদর্শক
- বদলি