স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টা
প্রধান আসামির গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

ফরিদপুর অফিস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ | ১৩:০৫ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ১৩:০৫
ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা মামলার প্রধান আসামি বিধান পোদ্দারের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শহরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা। ঘটনার দুই দিন পার হলেও ওই স্কুলের ছাত্রীকে অপহরণ চেষ্টার মূল হোতা বিধান পোদ্দারকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে হাজারো শিক্ষার্থী। এ সময় তারা প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে দ্রুত বিধান পোদ্দারের গ্রেপ্তারের দাবি জানায়। পরে আধা ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
গত সোমবার সকালে ভুক্তভোগী ছাত্রী বিদ্যালয়ে আসার সময় মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে বিধানসহ চার ব্যক্তি। সহপাঠীরা বিষয়টি টের পেয়ে তিনজনকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। কিন্তু অপহরণ চেষ্টার মূল হোতা বিধান পোদ্দার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। পরে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বিধান পোদ্দারকে প্রধান আসামি করে চারজনের নামে কোতোয়ালি থানায় মামলা করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এম এ জলিল জানান, স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রধান আসামি বিধান পোদ্দারকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
- বিষয় :
- স্কুলছাত্রী
- অপহরণের চেষ্টা
- সড়ক অবরোধ
- ঢাকা
- ফরিদপুর