দেওয়ানগঞ্জে বিরল প্রজাতির অজগর উদ্ধার

জালে আটকে ছিল অজগর সাপটি। ছবি: সমকাল
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩ | ১৫:৪৬ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ | ১৫:৪৬
জামালপুরের দেওয়ানগঞ্জে সাত ফুট লম্বা বিরল প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার চিকাজানী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামের দেলোয়ার হোসেনের বাড়ির পাশে ফসলি জমি থেকে সাপটি উদ্ধার করেন স্থানীয়রা।
জানা যায়, ফসল রক্ষার জন্য জমির চারপাশে ঘের দেওয়া জালে অজগর সাপটি আটকে থাকে। দেলোয়ার ওই জমিতে গেলে সাপটিকে আটকে থাকতে দেখে চমকে উঠেন। পরে তার চিৎকারে
গ্রামবাসী ছুটে আসেন। জালে মাথা আটকে যাওয়ায় খানিকটা নেতিয়ে পড়ে সাপটি। পরে জাল থেকে মুক্ত করে সাপটি যমুনা নদীতে ভাসিয়ে দেন স্থানীয়রা।
দেলোয়ার হোসেন বলেন, হয়তো বন্যার জলে উজান থেকে সাপটি ভেসে এসেছে। প্রথমে দেখে ভয় পেয়েছিলাম। পরে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে জাল থেকে সাপটিকে মুক্ত করি। মুক্ত হয়ে অজগরটি ক্ষেতের পাশে ঝোপে ঢুকে পড়ে। পরে উদ্ধার করে সাপটিকে যমুনার জলে ভাসিয়ে দেওয়া হয়। সাপটি সাত ফুটের মতো লম্বা ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, ফেসবুকে বিষয়ে জানতে পেরে বনবিভাগকে জানাই। একই সঙ্গে স্থানীয় চেয়ারম্যানকে সাপটিকে মারতে নিষেধ করেছিলাম। পরে স্থানীয়রা সাপটিকে যমুনার জলে ভাসিয়ে দেন।